ধোনি সিএসকে-তে ফিরতেই আইপিএল ‘কোটিপতি’
বিশ্বের যেকোনও ক্রীড়া লিগকে টেক্কা দিতে পারে আইপিএল, ফের একবার প্রমাণ পাওয়া গেল। ধোনির মুকুটে নতুন পালক।
আইপিএল বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগ। প্রত্যেক বছরেই প্রমাণ করে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলতি মরশুমও ব্যতিক্রম নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ও হ্যাশট্যাগের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আইপিএল ছড়াল ১ কোটি। জনপ্রিয়তায় গত মরশুমের মাপকাঠিকেও ছাড়িয়ে গিয়েছে ক্রোড়পতি লিগ।
সোশ্যাল মিডিয়া বিষয়ক এক টেক সংস্থা এপ্রিল মাসের ৭ তারিখ থেকে ৪ মে এক সমীক্ষা চালায়। সেই সমীক্ষাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যে জানা যাচ্ছে, নির্দিষ্ট এই সময়ের মধ্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ব্লগ, অনলাইন নিউজ— সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১ কোটিরও বেশিবার উল্লেখ করা হয়েছে আইপিএল বিষয়ক খবর। তাৎপর্যপূর্ণভাবে, গত মরশুমে এই সংখ্যা ছিল ৬২ লাখ।
জনপ্রিয়তার ঊর্ধ্বমুখিতা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, টুর্নামেন্ট থেকে নির্বাসিত সিএসকে ও রাজস্থান রয়্যালস-এর প্রত্যাবর্তন টুর্নামেন্টকে আইপিএলপ্রেমীদের কাছে আরও আকর্ষক করেছে।
এই সমীক্ষাতে আরও উঠে এসেছে, মহেন্দ্র সিংহ ধোনিই আইপিএল-এর সবথেকে জনপ্রিয়তম ক্রিকেটার। একাদশ সংস্করণের আইপিএল-এ ধোনিকে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করা হয়েছে ১৮ লক্ষেরও বেশিবার। ধোনি ও সিএসকে ফ্যানেরাই বেশিবার ‘হুইসল পোডু’ ও ‘ইয়েলাভ’ হ্যাশট্যাগ করেছেন।
সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আইপিএল সবথেকে বেশি ‘হিট’ দিল্লি (৩৭ শতাংশ), তামিলনাড়ু (১৮ শতাংশ) এবং মহারাষ্ট্র (১১ শতাংশ)।