পরবর্তী সিনেমা সুব্বারাজের জন্য ৬৫ কোটি পারিশ্রমিক নিচ্ছেন রজনীকান্ত
পারিশ্রমিকের দিক থেকে হৃত্বিক রোশন কিংবা প্রভাসকে পিছনে ফেলে দিলেন রজনীকান্ত। নিজের পরবর্তী সিনেমা ‘সুব্বারাজ’-এর জন্য নাকি ৬৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। চলতি বচ্ছরের মে কিংবা জুন মাসেই রজনীকান্তের নতুন সিনেমার শুটিং শুরু হবে বলে শোনা যায়। সিনেমার বেশ কিছু অংশের শুটিং মুম্বইতেও হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ‘সুব্বারাজ’-এর জন্য রজনীকান্ত-কে নাকি একটানা ৪০ দিন শুটিংও করতে হবে।
‘মহেঞ্জোদারো’-র জন্য হৃত্বিক রোশন নাকি ১০ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন। পরিচালক আশুতোষ গোয়াড়িকর-এর ওই সিনেমার জন্য হৃত্বিক বেশ বড় রকমেরই পারিশ্রমিক হাঁকেন। যা নিয়ে বলিউডে বেশ গুঞ্জনও শুরু হয়।