ইসরাইলি সামরিক স্থাপনায় ইরানের প্রচণ্ড রকেট হামলা

মধ্যপ্রাচ্য
ইসরাইলি সামরিক স্থাপনায় ইরানের প্রচণ্ড রকেট হামলা
ইসরাইলের গোলান মালভূমিতে সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় অবস্থিত ইরানি সামরিক বাহিনী বুধবার মধ্যরাতে এই হামলা চালায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা ২০টি রকেট ভূপাতিত করেছে। ইরানের রেভ্যুলেশনারি গার্ডের বিশেষ শাখা কুদুস ফোর্স এই রকেট হামলা চালিয়েছে এবং লক্ষ্যে আঘাত হানার আগেই সেগুলোকে গুলি করে ধ্বংস করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

তবে ইরানের সেনাবাহিনী থেকে হামলা সম্পর্কে কোন কিছু বলা হয় নি। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করছে যে, ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে বিমানবাহিনী সেদেশে হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল জোনাথন কনক্রিকাস সাংবাদিকদের বলেন, এই হামলার নির্দেশ ও পরিচালনা করেন কুদুস বাহিনীর প্রধান কাশিম সোলাইমানি। তবে আমরা তাদের হামলা প্রতিহত করেছি।

অন্যদিকে হামলার জবাবে সিরিয়ায় ইরানি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের গোয়েন্দা বাহিনী, রসদ, অস্ত্রভাণ্ডার, যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু। সিরীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের হামলায় সিরিয়ার একটি রাডার স্টেশন, আকাশ প্রতিরক্ষা অবস্থান ও একটি সামরিক ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়। সিরিয়া বেশ কয়েকটি ইসরাইলি রকেট হামলা গুলি করে ধ্বংস করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল করার পরপরই মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল। এ নিয়ে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানে এটাই সবচেয়ে বড় ইসরাইলের সামরিক অভিযান।

ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

সিরিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এরফলে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিরিয়ার রাজধানীর কোন স্থান লক্ষ্যকরে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ না করে সরকারি বার্তা সংস্থা সানা’র খবরে বলা হয়, সিরিয়ার বিমান বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে বৃহস্পতিবার দেশটির আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সানা’র খবরে আরো বলা হয়, ইসরাইল সিরিয়ার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার লক্ষ্যকরে এসব হামলা চালিয়েছিল।