ডায়েস পরিবারে উৎসবের আমেজ

ডায়েস পরিবারে উৎসবের আমেজ
দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে আছেন তারা। সংসার পেতেছেন সুদূর আমেরিকায়। বর্তমানে মিডিয়ায় তাদের উপস্থিতি টের পাওয়া না গেলেও তারকা খ্যাতি পিছু ছাড়েনি এই দম্পতির।

তাদের একমাত্র কন্যা অহনা ডায়েস। পড়াশোনায় বেশ ভালো। বাবা-মা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকার সুবাদে অনেকটাই সংস্কৃতিমনা হয়েছেন অহনা। ১৬ বছর বয়সী অহনা পড়াশোনা করছেন মিডিয়া নিয়ে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

ডায়েস পরিবারে উৎসবের আমেজ
প্রকাশঃ মে ৭, ২০১৮


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে আছেন তারা। সংসার পেতেছেন সুদূর আমেরিকায়। বর্তমানে মিডিয়ায় তাদের উপস্থিতি টের পাওয়া না গেলেও তারকা খ্যাতি পিছু ছাড়েনি এই দম্পতির।




তাদের একমাত্র কন্যা অহনা ডায়েস। পড়াশোনায় বেশ ভালো। বাবা-মা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকার সুবাদে অনেকটাই সংস্কৃতিমনা হয়েছেন অহনা। ১৬ বছর বয়সী অহনা পড়াশোনা করছেন মিডিয়া নিয়ে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।



বাবা মায়ের সঙ্গে নানা ধরনের পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় অহনাকে। তিনি যেন তার বাবা মায়ের মধ্যেমণি। সুদূর আমেরিকা থেকে বিভিন্ন সময় তার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন বাবা টনি ডায়েস এবং মা প্রিয়া ডায়েস। তেমন কোনো উৎসব ছিল না। শুধু পরিবারের সবাই মিলে নিউ ইয়র্কে তাদের বাড়ির সামনে কিছুক্ষণ হইচই করেছেন।