বিয়ের আগে মেহেদি ও সংগীত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি

বিয়ের আগে মেহেদি ও সংগীত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি
সোনম কাপুর ও আনন্দ আহুজা
সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ে নিয়ে এখন আর কোনো লুকোচুরি নেই। তাঁদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ মে সিঙ্গেল থেকে ডাবল হচ্ছেন বলিউড তারকা সোনম। ইতিমধ্যে আলোকসজ্জায় ভরে ফেলা হয়েছে সোনমদের মুম্বাইয়ের বাড়ি। বিয়ের আগে মেহেদি ও সংগীত অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি নিচ্ছে কাপুর ও আহুজা পরিবার।

সোনমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিয়ের আগের দিন অর্থাৎ ৭ মে সকালে সোনম ও আনন্দের মেহেদির অনুষ্ঠান হবে। এদিন আগত অতিথিরা সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে পরবেন। একই দিন সন্ধ্যায় সংগীতের আয়োজনে থাকবে ব্যাপক নাচ-গান। শোনা যাচ্ছে, কনে নিজেও তাঁর জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নাচবেন। আর বলিউডের এই তারকার বিয়ের উপহার হিসেবে নির্মাতা করণ জোহর সেদিন একটি বিশেষ পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন। সংগীতের নাচগুলোর কোরিওগ্রাফি করার দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান।

পরদিন ৮ মে, একটি ঐতিহ্যবাহী বাংলোতে শুধু রেজিস্ট্রি নয়, হিন্দু ধর্মীয় রীতি অনুসারে সোনম ও আনন্দের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টা থেকেই বিয়ের আয়োজন শুরু হবে। এ দিনের ‘ড্রেস কোড’ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। রাত আটটায় মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। এখানে অতিথিদের ভারতীয় বা পশ্চিমা আনুষ্ঠানিক পোশাকে আসার আহ্বান জানানো হয়েছে। মেহেদি, সংগীত আর বিয়েতে পরিবার ও বন্ধুমহলের খুব ঘনিষ্ঠরাই শুধু আমন্ত্রিত। কিন্তু বিবাহোত্তর সংবর্ধনায় বলিউডের সব তারকার ঝলক দেখা যাবে বলেও মনে হচ্ছে।

এদিকে গত শুক্রবার সোনমদের বাড়ি মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। এই নায়িকার মা সুনীতা ভবানী কাপুরকে দাঁড়িয়ে থেকে আলোকসজ্জার কাজ তদারক করতে দেখা গেছে। আলোর রোশনাইয়ে ভরে গেছে তাঁদের বাড়ি থেকে শুরু করে আশপাশের রাস্তার চারপাশ। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনম ও আনন্দের পক্ষ থেকে তাঁদের একজন মুখপাত্র জানান, ‘সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের ঘোষণা দিয়ে কাপুর ও আহুজা পরিবার আনন্দ ও গর্বিত। ৮ মে মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান হবে। যেহেতু এটা পারিবারিক ব্যাপার, তাই কিছু গোপনীয়তা থাকবেই। আমরা আশা করব আপনারাও এর প্রতি সম্মান জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ আর শুভেচ্ছা কামনা করছি।’