আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১২

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১২
আফগানিস্তানে একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় অর্ধশত। রোববার দেশটির খোস্ট প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, আসরের নামাজের জন্য লোকজন মসজিদটিতে জড়ো হয়েছিল। ওই মসজিদটি ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য এর আগে দেখা গেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরণের হামলাগুলো চালিয়ে থাকে।

আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে একাধিক বোমা হামলা হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৫৭ জন নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল।