আলিয়ার নাচের শিক্ষক মাধুরী!
নাচের জন্য বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আলাদা খ্যাতি রয়েছে। নিজের অভিনীত প্রায় সব ছবিতেই নাচের ছন্দে দর্শক মাতিয়েছেন তিনি। বলিউড সূত্রে জানা গিয়েছে,করণ জোহর প্রযোজিত 'কলঙ্ক' ছবিতে অভিনেত্রী আলিয়া ভাট আর কিয়ারা আনভানির নাচের প্রশিক্ষক হয়েছেন মাধুরী।
এক সময়ের বলিউড কাঁপানো মাধুরীকে নাচের প্রশিক্ষক হিসেবে পেয়ে স্বভাবতই খুশী আলিয়া ভাট। প্রায় এক মাস ধরে মাধুরীর সঙ্গে আলিয়া নাচের রিহার্সেল করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, মাধুরী গত সপ্তাহ থেকেই 'কলঙ্ক' ছবির কাজ শুরু করেছেন। নিজের চরিত্র নিয়ে বেশ দাপটের সঙ্গেই পর্দায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।ছবিতে মাধুরীর নাচের সঙ্গে সঙ্গে দুই যুগেরও বেশি সময় পর সঞ্জয়-মাধুরী জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।অভিষেক বর্মণ পরিচালিত 'কলঙ্ক' ছবিতে আরও অভিনয় করছেন বরুন ধাওয়ান, সোনাক্ষী সিনহা এবং অদিতি রায় কাপুরসহ অন্যান্যরা। ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ১৯ এপ্রিল।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া,মিড ডে