ব্রাইটনের মাঠে হেরেই গেল ম্যানইউ

ব্রাইটনের মাঠে হেরেই গেল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে লিগের প্রথম পর্বে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে একই ব্যবধানে হারিয়েছিল জোসে মরিনিয়োর দল।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল পায়নি ইউনাইটেড। বরং দাভিদ দে হেয়ার দৃঢ়তায় দুই দফা বেঁচে যায় দলটি। চতুর্দশ মিনিটে প্যাসকেল গ্রস ও ২৩তম মিনিটে গ্লেন মারের প্রচেষ্টা ফেরান এই গোলরক্ষক।

৫৭তম মিনিটে এগিয়ে যায় হোভ অ্যালবিওন। প্যাসকেলের হেড মার্কোস রোহো ফেরালেও ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায়। ম্যাচের বাকিটা সময় লিনগার্ড-র্যাশফোর্ডরা ইউনাইটেডকে সমতায় ফেরা গোল এনে দিতে পারেননি।

৩৬ ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

ট্যাগ :
ইংলিশ ফুটবলইপিএল