এগিয়ে গেলো সৌদি আরব, পেছালো রাশিয়া

বিবিধ
এগিয়ে গেলো সৌদি আরব, পেছালো রাশিয়া

সামরিক বাজেট বরাদ্দের দিক দিয়ে সৌদি আরব বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ২০১৭ সালে সামরিক খাতে ৬৯.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা তার আগের বছরের তুলনায় ৯.২ শতাংশ বেশি।

এর আগে সামরিক বাজেট বরাদ্দের দিক দিয়ে আমেরিকা ও চীনের পর রাশিয়া ছিল তৃতীয় এবং সৌদি আরব ছিল চতুর্থ। কিন্তু গত বছর রাশিয়া সামরিক বাজেটের পরিমাণ এক পঞ্চমাংশ হ্রাস করায় সৌদি আরব তৃতীয় অবস্থানে চলে এসেছে।

সৌদি আরব মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করছে। এসআইপিআরআই-এর একজন গবেষক সিমন বেসম্যান বলেছেন, রিয়াদের সামরিক ব্যয় বৃদ্ধির অন্যতম একটি কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিগ্রহ।

সৌদি আরব বর্তমানে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের অর্থ আয়ের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে। গতমাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস সফরে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র চুক্তি করেছে।



সৌদি সেনাবাহিনী কেন তুরস্কে?
এসপিএ ও ইয়ানি শাফাক

সৌদি আরবের পাঠানো সেনাবাহিনীর একটি দল তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশে পৌঁছেছে। আসন্ন সামরিক মহড়া 'ইএফইএস ২০১৮'তে অংশ নেয়ার জন্য তারা তুরস্কে গেছেন। তুরস্কের ওই সামরিক মহড়া আগামী ৭ থেকে ১১মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সৌদি সেনারা তুর্কি পৌঁছলে সেখানে দেশটির রিয়ার এডমিরাল খালিদ বিন হুসাইন আল আসাফ এবং কমোডর আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল দিরাইনহ তাদের গ্রহণ করেন। রিয়ার এডমিরাল খালিদ বিন হুসাইন এবং কমোডর আব্দুল্লাহ বিন মোহাম্মদ আসন্ন সামরিক মহড়ার সবোর্চ্চ দায়িত্বে রয়েছেন।