ঘরোয়া ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ, হচ্ছে না সেই লিগটি
বিপিএলের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভাবনা থেকে সরে আসছে বিসিবি। ফাইল ছবি
স্থানীয় ক্রিকেটারদের আরও বেশি সুযোগ করে দিতে বিপিএলের বাইরে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি কেমন হবে, সেটির একটি ধারণাও দেওয়া হয়েছিল গত বিপিএলে। আজ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, এ বছর টুর্নামেন্টটি হচ্ছে না।
বিপিএলে প্রতিটি দলের একাদশে নির্দিষ্টসংখ্যক বিদেশি খেলোয়াড় সুযোগ পেয়ে থাকেন। স্থানীয় ক্রিকেটারদের অনেকেই বিপিএলে সেভাবে সুযোগ পান না, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য যথার্থ প্রতিভাও সেভাবে বের হয়ে আসে না এ টুর্নামেন্ট দিয়ে—এ যুক্তিতে বিসিবি বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল। এখন সে জায়গা থেকে সরে আসছে তারা। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘আমাদের একটা আলাপ হয়েছিল। এ মৌসুমে যদি করতে না পারি আগামী মৌসুমে করব। আগামী চার বছরের মধ্যে এটা আমরা অবশ্যই চালু করতে চাই। আমরা চাইছি (টুর্নামেন্টটি) আগামী বছর করতে। সময়ের অভাবে এ বছর হবে না। বর্ষা মৌসুম চলে এসেছে। রমজান মাসও আসছে। এ বছর আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না।’
কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছেন, আগামী বিপিএল শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। বিপিএলের আগে টানা তিন মাস জাতীয় দল ব্যস্ত থাকবে আফগানদের বিপক্ষে ভারত সফর, ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপ নিয়ে। রমজান ও বর্ষা মৌসুম পেরিয়ে একেবারে যে লিগটা আয়োজন করার সময় থাকবে না, তা নয়। জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতে বিসিবি হয়তো চাইছে না টুর্নামেন্ট আয়োজন করতে। টুর্নামেন্টটি যদি সত্যি না-ই হয়, ঘরোয়া ক্রিকেটেই যে ক্রিকেটারদের ক্যারিয়ার সীমাবদ্ধ, তাঁদের জন্য একটি দুঃসংবাদই বটে।