বিশ্বকাপের আগেই ফিরবে আগুয়েরো: গুয়ার্দিওলা
সের্হিও আগুয়েরো হাঁটুতে অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন পেপ গুয়ার্দিওলা। বিশ্বকাপের আগেই আর্জেন্টাইন এই স্ট্রাইকার ফিরবেন বলে বিশ্বাস ম্যানচেস্টার সিটির কোচের।
ডান হাঁটুতে অস্ত্রোপচারের কারণে সিটির হয়ে চলতি মৌসুমের শেষের দিকের ম্যাচগুলো খেলতে পারছেন না আগুয়েরো। তবে চোটে পড়ার আগ পর্যন্ত ছিলেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৩০ গোল।
২৯ বছর বয়সী আগুয়েরোকে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি রাশিয়া বিশ্বকাপের পরিকল্পনায় রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিজেদের মাঠে হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি হবে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা সিটি।
ম্যাচটির আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আগুয়েরোর চোট প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, “হ্যাঁ, সে বিশ্বকাপে ঠিক মতোই পৌঁছাবে।…. দারুণভাবে হচ্ছে সের্হিওর পুনর্বাসন।”
ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা দলে আগুয়েরোর সাথে জায়গা পেয়েছেন তার ক্লাব ও জাতীয় দল সতীর্থ নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকতে পারেন ৩০ বছর বয়সী এই সেন্টারব্যাকও।
ওতামেন্দিকে নিয়ে গুয়ার্দিওলা বলেন, “হ্যাঁ, অবশ্যই সে এরই মধ্যে একজন নেতা। সে এটা আর্জেন্টিনা দলের হয়ে দেখাবে কি-না তা আমি জানি না। তবে নিশ্চিতভাবে সে একজন নেতা।”
“সে কতটা দুর্দান্ত তা আপনাকে বোঝাতে তার অনেক কথা বলার প্রয়োজন হয় না। সে এমন একজন খেলোয়াড় যে কখনও আপনাকে হতাশ করবে না, কখনও আপনাকে ছেড়ে যাবে না।”
“এই মৌসুমে আমাদের সাফল্যের অন্যতম কারিগর সে। ব্যথা নিয়ে হোক ও চোট নিয়ে হোক সে সব সময় আমাদের জন্য থাকে। তাই আমি তার দারুণ একটা বিশ্বকাপ কামনা করি।”
“এই মৌসুমে আমাদের সাফল্যের অন্যতম কারিগর সে। ব্যথা নিয়ে হোক ও চোট নিয়ে হোক সে সব সময় আমাদের জন্য থাকে। তাই আমি তার দারুণ একটা বিশ্বকাপ কামনা করি।”
ট্যাগ :
রাশিয়া বিশ্বকাপম্যানচেস্টার সিটিগুয়ার্দিওলাআগুয়েরোআর্জেন্টিনা