আইপিএল পয়েন্ট টেবিল কী দাঁড়াল
জয়ে মুম্বাই ইন্ডিয়ানসের অবস্থানগত পরিবর্তন হয়নি। নিরাপদ চারে উঠে আসতে পারেনি তারা। তবে একের পর এক হারের মুখ দেখতে থাকা দলটি কেকেআরকে আজ ১৩ রানে হারিয়ে পায়ের তলে মাটি খুঁজে পেয়েছে অন্তত। পয়েন্ট টেবিলে তারা আছে পাঁচে। চার নম্বর জায়গাটিও ২ পয়েন্ট দূরত্বে, মুম্বাই এভাবেও ভাবতে পারে।
কেকেআরকে হারানোয় সুবিধা হলো, চার নম্বরে থাকা নিয়ে কলকাতার সঙ্গে মুম্বাইয়ের জোর লড়াই হতে পারে। সেই আভাস পাওয়া যাচ্ছে। ফলে কলকাতা পয়েন্ট বঞ্চিত হওয়া সুখবর মুম্বাইয়ের জন্য। আজ দিনের দ্বিতীয় ম্যাচটা মুম্বাইয়ের জন্য ঝামেলার। তবে রাজস্থানের চেয়ে পাঞ্জাব জিতলেই তাদের জন্য লাভ বেশি। সবচেয়ে ভালো হয় ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায়!