শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি

শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে ফেরত নিতে তার দেশ মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে। খবর বাসসের। 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এ চিঠি হস্তান্তর করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে ফেরতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।