একাদশে ফিরলেও নিশ্চয়তা পাচ্ছেন না দিবালা
বোলোনিয়ার বিপক্ষে ইউভেন্তুসের একাদশে ফিরছেন পাওলো দিবালা। তবে কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কাছ থেকে ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা পাচ্ছেন না আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
সেরি আয় শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় নিজেদের মাঠে বোলোনিয়ার মুখোমুখি হবে ইউভেন্তুস। ম্যাচটিতে দলের আক্রমণভাগে গনসালো হিগুয়াইনের সঙ্গে দিবালাকে শুরুর একাদশে খেলানো হবে জানিয়েছেন আল্লেগ্রি।
এই লড়াইয়ে জয় পেলে ইতালির শীর্ষ লিগে টানা সপ্তম শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে ইউভেন্তুসের। সেজন্য রোববার পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নাপোলিকে হারতে হবে তোরিনোর কাছে।
চলতি সেরি আয় হিগুয়াইন ও দিবালা মিলে ৩৭টি গোল করেছেন। তবে মৌসুম জুড়ে এই জুটির পারফরম্যান্সের গ্রাফ ওঠানামা করছে।
গত শনিবার ইন্টার মিলানের মাঠে ইউভেন্তুসের ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ে শেষ গোলটি করেছিলেন হিগুয়াইন। সব ধরনের প্রতিযোগিতায় গত আট ম্যাচে এটা ছিল তার প্রথম গোল।
ম্যাচটিতে বদলি হিসেবে নামানো হয়েছিল দিবালাকে। এর আগে নাপোলির বিপক্ষে ইউভেন্তুসের ১-০ গোলে হারের ম্যাচটিতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে তুলে নেওয়া হয়েছিল বিরতির সময়। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।
বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আল্লেগ্রি বলেন, “আগামীকাল হিগুয়াইন ও দিবালা শুরুর একাদশে থেকেই খেলবে। তাদের গোল করতে হবে। স্কুদেত্তো জয়ের জন্য আমাদের এটা দরকার।”
গুঞ্জন আছে, ইউভেন্তুস ছাড়তে পারেন দিবালা। বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাকি তার যোগাযোগও আছে।
এ ব্যাপারে আল্লেগ্রি বলেন, “দিবালা চলে যাবে কি-না তা আমি সিদ্ধান্ত নেব না। সিদ্ধান্তটা নিতে হবে ক্লাবকে সঙ্গে নিয়ে। নিশ্চিতভাবে দিবালার এখনও উন্নতির সুযোগ রয়েছে।”
“সে বিশ্বের সেরাদের একজন হতে পারে। তবে ব্যাপারটা তার উপরই নির্ভর করছে। লক্ষ্যে পৌঁছাতে হলে তাকে ত্যাগ স্বীকার করতে হবে।”
সংবাদ সম্মেলনে নিজের ভবিষৎ নিয়েও কথা বললেন আল্লেগ্রি। সংবাদ মাধ্যমে খবর, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও আর্সেনাল তাকে দলে টানতে আগ্রহী। তবে ইতালিতেই ভালো আছেন বলে জানালেন ইতালির ৪৭ বছর বয়সী এই কোচ।
“ইউভেন্তুসের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। এখানে সুখে আছি আমি।”
ট্যাগ :
দিবালাইউভেন্তুসইতালিয়ান ফুটবলআল্লেগ্রি