ক্লাসিকোয় মেসির রেকর্ড
প্রথম মিনিট থেকে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছড়ানো ক্লাসিকোয় দারুণ এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে কাম্প নউয়ে স্পেনের শীর্ষ দুই ক্লাবের মধ্যে হওয়া ম্যাচগুলোয় সর্বোচ্চ গোলের মালিক এখন আর্জেন্টাইন তারকা।
রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে দ্বিতীয়ার্ধ এক জন কম নিয়ে খেলা বার্সেলোনা।
ম্যাচের শুরুতে লুইস সুয়ারেসের গোলে পিছিয়ে পড়ার পর ক্রিস্তিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। বিরতির আগে মার্সেলোকে ফাউল করে লাল কার্ড দেখেন সের্হিও রবের্তো।
তাতে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া দলকে ৫২তম মিনিটে দারুণ নৈপুণ্যে এগিয়ে দেওয়ার পাশাপাশি রেকর্ডটি গড়েন মেসি। জিনেদিন জিদানের দলকে এবার সমতায় ফেরান গ্যারেথ বেল।
কাম্প নউয়ে লিগ ক্লাসিকোয় এই নিয়ে সপ্তম গোল পেলেন তিনি। অন্য সব খেলোয়াড়দের চেয়ে যা বেশি।
ছাড়িয়ে গেলেন ১৯৫৩-৭১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে কাম্প নউয়ে লা লিগার ক্লাসিকোয় ছয় গোল করে আগের রেকর্ড গড়া ফ্রান্সিসকো জেন্তোকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাসিকোয় মেসির এটা ২৬তম গোল। আর চলতি মৌসুমে লিগে এটা তার ৩৩তম গোল।