যানজট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস না চালানোর ঘোষণা
যানজট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
এছাড়াও সোমবারের মধ্যে যানজট নিরসন না হলে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত যাত্রীবাহী কোনো বাস না চালানোরও ঘোষণা দিয়েছেন তারা।
রোববার বাস মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে চলমান এই যানজটে একদিকে যাত্রী ভোগান্তি যেমন বেড়েছে, অন্যদিকে পরিবহন মালিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে আসন্ন রোজা ও ঈদে যানজট আরও চরম আকার ধারণ করবে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে গত কয়েকদিন ধরে চলা যানজট এখনও অব্যাহত আছে। রোববার ফেনী থেকে মিরসরাইয়ের বড় দারোগাহাট পর্যন্ত প্রায় ৩৪ কি.মি দীর্ঘ গাড়ির জট দেখা গেছে। এই সড়কে কোথাও থেমে থেমে ঘুরছে গাড়ির চাকা, আবার কোথাও একেবারেই থেমে আছে।