সুরাবায়ায় পুলিশ দপ্তরে আত্মঘাতী হামলা

সুরাবায়ায় পুলিশ দপ্তরে আত্মঘাতী হামলা
ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে তিন গির্জায় জঙ্গি হামলায় ১৩ জন নিহতের পর ২৪ ঘণ্টা পার না হতেই পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ এর দিকে মোটর সাইকেলে করে আসা হামলাকারীরা ওই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। 

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাংগেরা সাংবাদিকদের বলেছেন, কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন।

তবে কেউ নিহত হয়েছেন  কি না- তাৎক্ষণিকভাবে তা তিনি জানাতে পারেননি।   

“আমরা এখনও ভিকটিমদের শনাক্ত করছি। এই মুহূর্তে বিস্তারিত তথ্য আমরা দিতে পারছি না।”

রোববারের হামলার সঙ্গে পুলিশ সদরদপ্তরে বিস্ফোরণের কোনো যোগসূত্র আছে কি না, তাও এখনও স্পষ্ট নয়। 

স্থানীয় টেলিভিশনে প্রচারিত সিসিটিভি ভিডিওর বরাতে এবিসি নিউজ জানায়, দুটি মোটরবাইকে করে মোট চারজন সকালে পুলিশ সদরদপ্তরের সামনে চেকপয়েন্টে এসে একটি গাড়ির পাশে থামে। পুলিশ সদস্যরা যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধারাবাহিক এসব হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত বর্বরতা’ আখ্যায়িত করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুন সন্ত্রাসবিরোধী আইন পাসের ওপর জোর দিয়েছেন।