অবশেষে লেম্যানের উত্তরসূরি পেলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট
অবশেষে লেম্যানের উত্তরসূরি পেলো ক্রিকেট অস্ট্রেলিয়া
জাস্টিন ল্যাঙ্গার 

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডের পর নিষিদ্ধ হয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফট। এ ঘটনার পর কোচ ড্যারেন লেম্যানকে স্বপদে রাখলেও সংবাদ সম্মেলনে স্মিথ-ওয়ার্নারদের আবেগপ্রবণ স্বীকারোক্তি দেখে দায়িত্ব ছাড়েন তিনি। এরপরই থেকে নতুন কোচ খোঁজা শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করা হলো। তিনি ৪৭ বছর বয়সী জাস্টিন ল্যাঙ্গার। ২০১৬ সালে স্বল্প সময়ের জন্য অস্ট্রেলিয়া দলকে কোচিং করিয়েছিলেন। এছাড়া তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ সকারের কোচ হিসেবে সুনাম অর্জন করেছেন।

সিএ'র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, 'ল্যাঙ্গারকে কোচ হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত।'

তিনি আরো বলেন, 'আমরা বিশ্বাস করি, এই দলকে নেতৃত্ব দিতে তিনি সঠিক ব্যক্তি। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সে যেমন সাহসী ছিল, এই ভূমিকাতেও তেমনই হবে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়ার হয়ে, তাদের গড়ে তোলার পেছনেও তিনি সফল হবে।'

এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ল্যাঙ্গার। বলেন, 'নতুন দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তবে আমাদেরকে গর্বিত করবে, এমন মেধাবী ক্রিকেটারের অভাব অস্ট্রেলিয়াতে নেই।'

অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৯৩ সালের শুরুতে অভিষেক হওয়া ল্যাঙ্গার ১০৫টি টেস্ট খেলেছেন। রান করেছেন ৭৬৯৬। সেঞ্চুরি করেছেন ২৩টি আর হাফসেঞ্চুরি ৩০টি। ২০০৭ সালে টেস্টকে বিদায় জানান তিনি। কোচ হিসেবেও সফল তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ সকারের কোচ হিসেবে গত পাঁচ মৌসুমে তার সুখ্যাতি রয়েছে। এই সময়ে তিনটি বিগ ব্যাশ শিরোপা ও দুটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট জিতেছেন তিনি।

এদিকে নতুন কোচ ল্যাঙ্গারকে অভিনন্দন জানিয়েছেন সাবেক কোচ লেহম্যানও। টুইটারে লিখেছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অভিনন্দন ল্যাঙ্গার।'



স্মিথ-ওয়ার্নারদের প্রতি নমনীয় হচ্ছে বোর্ড

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন বেনক্রফট। এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ আর ওয়ার্নার। আর নয় মাসের জন্য বেনক্রফট। আপিলের সুযোগ থাকলেও তারা দোষ মাথা পেতে নিয়েছেন। নিজেদের শুধরানোর সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাদের এই আচরণেই হয়ত নমনীয় হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এই তিনজনকে আরো একবার সুযোগ দেয়া উচিত বলে মনে করছেন তিনি।

সাদারল্যান্ডের ভাষ্য, 'আরো একবার সুযোগ পাওয়া উচিত স্মিথ-ওয়ার্নারদের। একইসাথে ক্রিকেটারদের নৈতিকভাবে দৃঢ় করতে এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছে সিএ।'

এদিকে নির্বাহী পরিচালক সিমনের নেতৃত্বে একটি এথিক্স কমিটি গঠন করেছে সিএ। সিএ’র চেয়ারম্যান ডেভিড পিভার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন।

পিভার বলেন, ‘ক্রিকেট নিয়ে দর্শক ও অস্ট্রেলিয়ান ভক্তদের আশা-প্রত্যাশা আমরা বুঝতে পারি। এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’