মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে ওআইসি রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান
অনলাইন ডেস্ক
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে দ্রুত তাদের দেশ মিয়ানমাররে ফিরে যেতে পারে সেজন্য দেশটির ওপর চাপ অব্যাহত রাখতে ওআইসি'র সদস্য রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়ে গেছেন। কাজেই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি ওআইসি তখন নিশ্চুপ থাকতে পারে না।
তিনি বলেন, ওআইসিকে অবশ্যই মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে, যাতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তাদের অধিবাসী রোহিঙ্গাদের দেশে নিরাপদে ফেরত নিয়ে যায়।
মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ মানবিক কারণে আশ্রয় দিয়েছি উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের ব্যথায় ব্যথিত। কারণ, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৮জন সদস্য নির্মমভাবে নিহত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে ছয় বছর দেশে ফিরতে পারিনি, উদ্বাস্তু হিসেবে বিদেশের মাটিতে কাটিয়েছি।