ছোট পর্দায় বড় ছবি! ধারাবাহিক আনছেন একতা, বিগ বি-র অভিনয়ে কে
‘কভি খুশি কভি গম’-কে ছোট পর্দায় নতুন চেহারায় ফিরিয়ে আনছেন একতা কপূর। নিজের টুইটার হ্যান্ডলে তাঁর এই নতুন প্রোজেক্ট সম্পর্কে জানিয়েছেন তিনি।
২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা ‘কভি খুশি কভি গম’ এবার ফিরে আসছে টিভির পর্দায়। না, সিনেমাটি টিভিতে দেখানোর কথা বলা হচ্ছে না। সে তো আগেও বহু বার হয়েছে। এবার ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্লকবাস্টারকে নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ‘কভি খুশি কভি গম’-কে ছোট পর্দায় নতুন চেহারায় ফিরিয়ে আনছেন একতা কপূর। ছবিতে অমিতাভ বচ্চন যে চরিত্রটি করেছিলেন, সেটি ছোট পর্দায় সম্ভবত করবেন অভিনেতা বিজয় আনন্দ। বিজয় আনন্দ ১৯৯৮ সালের সুপারহিট ছবি ‘প্যার তো হোনা হি থা’ ছবিতে কাজলের হবু স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া ‘কুছ রং প্যার কে অ্যাইসা ভি’ খ্যাত অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ করতে পারেন কাজল বা তাঁর বোনের চরিত্রটি, যেটি করেছিলেন করিনা কপূর।
একতা কপূর নিজের টুইটার হ্যান্ডলে তাঁর এই নতুন প্রোজেক্ট সম্পর্কে জানিয়েছেন। আপাতত ভক্তদের অপেক্ষা, কবে ছোট পর্দায় আবার নতুন চেহারায় ফিরে আসে যশবর্ধন রায়চাঁদের পরিবারের গল্প।