ফুটবলেও আসছে মিনি বিশ্বকাপ!
ডেইলি সাবাহ ও রয়টার্স
মিনি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফিফার প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনো।
১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিলো উইলস ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। পরবর্তীতে সেটির ধারাবাহিকতায় এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর পর পর অনুষ্ঠিত টুর্নামেন্টটি অনেকের কাছেই মিনি বিশ্বকাপ হিসেবেও পরিচিত। এবার একই ধরনের একটি মিনি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনো।
ফিফার সিদ্ধান্ত গ্রহণ পরিষদের কাছে দেয়া প্রস্তাবে ফিফা প্রধান বলেছেন, দুই বছর পরপর আটটি দেশ নিয়ে হতে পারে এই মিনি বিশ্বকাপ। টুর্নামেন্টটির একটি সম্ভাব্য নামও দিয়েছেন তিনি- ‘ফাইনাল ৮’। টুর্নামেন্টটি হতে পারে প্রস্তাবিত আন্তর্জাতিক ফুটবল লিগের চূড়ান্ত পর্ব। ফুটবলের বিশ্বায়ন পরিকল্পনার অংশ হিসেবে ফিফা সকল সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে লিগ আয়োজনের যে চিন্তা করছে সেটির শেষ ধাপ হিসেবে হতে পারে এই মিনি বিশ্বকাপ। এই আয়োজনে ব্যাপক অর্থযোগের সুযোগ দেখছেন ফিফা প্রধান।
ইনফান্তিনো তার প্রস্তাবে বলেছেন, ২০২১ সাল থেকে প্রতি দুই বছর অন্তর অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে এই আসর। আরো বলেছেন, এই আয়োজন করা হলে অন্তত আড়াই হাজার কোটি মার্কিন ডলারের স্পন্সর পাওয়া যাবে।
অঞ্চলভিত্তিক দল নিয়ে অনুষ্ঠিত মিনি বিশ্বকাপে কোন অঞ্চল থেকে কতটি দল নেয়া হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি প্রস্তাবে। তবে সেক্ষেত্রে হয়তো প্রতি চার বছর পর অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপ বাতিল হয়ে যাবে।
এ বিষয়ে ফিফার কোন আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি এখনো।