বিশ্বের ব্যস্ততম বিমান রুট
বিবিসি
বিশ্বের নামকরা সব বিমান রুটকে পেছনে ফেলে ব্যস্ততম আন্তর্জাতিক বিমান রুট হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর-কুয়ালালামপুর। ব্রিটেনভিত্তিক অ্যাভিয়েশন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওএজির এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
এক ঘণ্টার এই বিমান যাত্রায় এশিয়ার প্রতিবেশি দেশ দুটির মধ্যে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ হাজার ৫৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়েছে। এই রুটটি হংকং- তাইপে রুটকে পেছনে ফেলে ব্যস্ততম আন্তর্জাতিক বিমান রুট নির্বাচিত হয়েছে।
গড়ে এই রুটে প্রতিদিন ৮৪ টি ফ্লাইট পরিচালিত হয়ে থাকে।
অন্যদিকে যাত্রী পরিবহনের দিক থেকে ব্যস্ততম আন্তর্জাতিক রুট হলো হংকং-তাইপে। এই রুটে ৬৫ লক্ষ যাত্রী আসা-যাওয়া করেছে এখন পর্যন্ত। আর যাত্রী পরিবহণে দ্বিতীয় সেরা রুট হল সিঙ্গাপুর-জাকার্তা। ৪৭ লক্ষ যাত্রী এই রুটের সেবা গ্রহণ করেছে।
সিঙ্গাপুর- কুয়ালালামপুর আন্তর্জাতিক ব্যস্ততম রুট হিসেবে পরিচিত পেলেও অভ্যন্তরীণ রুট হিসেবে কিন্তু এই রুটটি প্রতিযোগিতায় স্থান করে নিতে পারেনি। আভ্যন্তরীণ রুট হিসেবে সবচেয়ে ব্যস্ততম রুট নির্বাচিত হয়েছে দক্ষিন কোরিয়ার রাজধানী সিউল থেকে দেশটির জনপ্রিয় পর্যটন নগরী জিজুর মধ্যকার রুট। গড়ে এই রুটে প্রতিদিন ১৮০ টি ফ্লাইট পরিচালিত হয়ে থাকে।