ভারতে ধূলিঝড়-বৃষ্টিতে ৯৫ জনের মৃত্যু

ভারতে ধূলিঝড়-বৃষ্টিতে ৯৫ জনের মৃত্যু
\
ভারতের উত্তরপ্রদেশ ও রাজস্থানে প্রবল ধূলিঝড় এবং বজ্রসহ টানা বৃষ্টিতে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ৬৪ জন এবং রাজস্থানে ৩১ জন মারা গেছেন। খবর এনডিটিভির। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশের আগ্রা। সেখানে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। 

দুই রাজ্য মিলে আহতের সংখ্যা একশরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজস্থান ও উত্তরপ্রদেশে কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল গুমোট। প্রচণ্ড গরমে অস্বস্তি ছিল জনজীবনে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা  ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বুধবার রাতে হ়ঠাৎ শুরু হয় প্রচণ্ড বাতাস। কিন্তু স্বস্তির বদলে মুহূর্তে তা আতঙ্কে রূপ নেয়। বাতাসের সঙ্গে শুরু হয় প্রচণ্ড ধূলিঝড়। মুহূর্তের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি ও ঘরবাড়ির ছাদ। 

এক পর্যায়ে এই ধূলিঝড় রাজধানী দিল্লির দিকে অগ্রসর হলেও সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি এক টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই সংকট মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।