ঘুম ভেঙেছে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানসের
উইকেট পাওয়ার এই উল্লাস পরে রূপ নিয়েছে ম্যাচ জয়ে। ছবি: এএফপি
প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স
জবাবে কলকাতা ৬ উইকেটে ১৬৮ রানে আটকে যায়
চার ম্যাচে এটি মুম্বাইয়ের তৃতীয় জয়
প্রথম ৬ ম্যাচে জয় মাত্র একটি। সেখানেই কি শেষ দেখে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ানস? ২০১৫ সালে কিন্তু এমন শুরু করেও শেষে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। এবারও দেয়ালে পিঠ ঠেকে গেছে যখন, দারুণভাবে ঘুরে দাঁড়াল রোহিত শর্মার দল। আজ কলকাতা নাইট রাইডার্সকে হারাল ১৩ রানে। গত ৪ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। মুম্বাইয়ের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে কলকাতা ৬ উইকেটে তুলতে পারে ১৬৮ রান।
এই জয়ের পরও নিরাপদ চার নিশ্চিত হয়নি। তবে হেরে গেলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত—এমন ম্যাচে ২ পয়েন্ট তাদের আশা ভালোমতোই বাঁচিয়ে রাখল। যদিও এই ম্যাচটাও দর্শক হয়ে দেখতে হলো মোস্তাফিজুর রহমানকে। মোস্তাফিজের বদলি হিসেবে নিয়মিত সুযোগ পাচ্ছেন যিনি, সেই বেন কাটিং অবশ্য আজও বল হাতে ২ ওভারে ২৩ রান দিয়েছেন। বেশির ভাগ দিনেই কাটিংকে পুরো ব্যবহার করছে না মুম্বাই। আজও যেমন ব্যাটিং পাওয়া হয়নি তাঁর।
বিস্তারিত আসছে...