ভারতে ঝড়-বজ্রপাতে নিহত ৪১

ভারতে ঝড়-বজ্রপাতে নিহত ৪১
প্রচণ্ড ঝড়ে উপড়ে পড়েছে গাছ। দিল্লির সিআর পার্ক এরিয়া থেকে তোলা ছবি— টাইমস অব ইন্ডিয়া
ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণাঞ্চলে ঝড় ও বজ্রপাতে ৪১ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার সকালে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও বজ্রপাতে উত্তর প্রদেশে ১৮ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, অন্ধ্র প্রদেশে ৯ জন ও দিল্লিতে দুইজন নিহত হয়েছে।

এসব স্থানে প্রচণ্ড ধূলিঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং দেয়াল ধসে পড়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, দেশটির উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক স্থানে আগামী দুইদিনও বজ্রপাতসহ ঝড় হতে পারে।


প্রচণ্ড ধূলিঝড় ও বজ্রপাতে প্রাণহাণির ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, 'দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তাতে খারাপ লাগছে। কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়।'

এদিকে ঝড়ের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়।

বিমানবন্দরের এক মুখপাত্র জানান, প্রায় ৭০টির মত ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এছাড়া দিল্লির মেট্রো সার্ভিসও ঝড়ের কারণে বিঘ্নিত হয়েছে।