একদিন বাদেই কাপুর পরিবার থেকে বিদায় সোনমের
কাপুর পরিবারে বেজে উঠল বিয়ের সানাই। অনিল কাপুরের বড় মেয়ে তথা বলিউড সেলেব সোনম কাপুরের গ্র্যান্ড ওয়েডিং বলে কথা। রবিবার ছিল সোনমের মেহেন্দির অনুষ্ঠান। মুম্বইয়ে অনিল কাপুরের বাড়িতেই এই শুভ অনুষ্ঠানটি হয়।
হবু বউ সোনমকে অনুরাধা ভাকিলের গোলাপি ও হাল্কা বেগুনি রঙের লহেঙ্গাতে অসাধারণ লাগছিল। সোনমের কানে ছিল ডিজাইনার ভারি ঝুমকা। সোনমের মেহেন্দিতে তাঁর হবু বর আনন্দও এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের পক্ষ থেকে মেহেন্দির বহু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে।
রবিবার অনিল কাপুরের বাড়িতে অতিথিরা আসতে শুরু করেন সন্ধ্যাবেলা থেকে। যার মধ্যে ছিলেন রাণি মুখার্জি, করণ জোহার, কিরণ খেরের মত সেলেবরা। এছাড়াও সকাল থেকেই সোনমের মেহেন্দির কাজে ব্যস্ত থাকতে দেখা যায় অর্জুন কাপুরকে। লাল রঙের লম্বা পাঞ্জাবিতে অর্জুনকে বেশ ভাল লাগছিল।
প্রয়াত শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশিকেও দেখা যায় মেহেন্দি অনুষ্ঠানে আসতে। দু’জনেই মণিশ মালহোত্রার ডিজাইনার লহেঙ্গা পরেছিলেন। এসেছিলেন বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে আংশুলাও। সঞ্জয় কাপুরের মেয়েকেও গোলাপি রঙের পাতিয়ালাতে বেশ মিষ্টি লাগছিল।
মঙ্গলবারই সোনম এবং আনন্দ শিখ মতে বিয়ে করবেন। রাতে রয়েছে বিয়ের গ্র্যান্ড অনুষ্ঠান। যেখানে বলিউডের তারকাদের নিয়ে চাঁদের হাট বসবে। তার আগে অবশ্যই সোমবারের সঙ্গীতে নাচতে দেখা যাবে বহু তারকাদের।
গত সপ্তাহেই সোনম এবং আনন্দের বিয়ের তারিখ ঘোষণা করা হয়।
সোনমের বিয়ের পর ১ জুন মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘বিরে দি ওয়েডিং’।