মধ্য আকাশে গুঁড়িয়ে গেল রুশ যুদ্ধবিমান

মধ্যপ্রাচ্য
মধ্য আকাশে গুঁড়িয়ে গেল রুশ যুদ্ধবিমান
সিরিয়ায় রাশিয়ার একটি সুখোই-৩০ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। আজ রুশ গণমাধ্যম সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এসইউ-৩০এসএস যুদ্ধবিমানটিকে কেউ ভূপাতিত করেনি। সম্ভবত ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিবিমানটি সিরিয়ার হেমেইমিম ঘাঁটি থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। দুই পাইলট বিমানটি রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন এবং প্রাণ হারান।

হেমেইমিম ঘাঁটিটি সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং রাশিয়া ঘাঁটিটি পরিচালনা করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৬ জন রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

আফগানিস্তানে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য ও ১৮ তালেবান নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় দু’টি প্রদেশে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে তিন সদস্য ও ১৮ তালেবান সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

আফগানিস্তানের উত্তরাঞ্চল ভিত্তিক সেনা ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা গুলাম হযরত করিমি বলেন, বাদাখশান প্রদেশের তাশকান ও শাহাদা জেলায় বুধবার রাতে দু’টি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও ১২ তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ বন্দুকযুদ্ধে আরো দুই আফগান সৈন্য ও ২০ উগ্রবাদী আহত হয়।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ্ শুজা সিনহুয়াকে বলেন, পার্শ্ববর্তী বাগলান প্রদেশের দুশি জেলায় বুধবার রাতে এক সংঘর্ষে ছয় জঙ্গি নিহত ও আরো নয়জন আহত হয়েছে।
তালেবান সদস্যরা দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে তৎপরতা বাড়ানোর ফলে আফগানিস্তানে সংঘাত বেড়ে গেছে। এক সময় দেশটির উত্তরাঞ্চল শান্তিপূর্ণ ছিল।