যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান

এশিয়া
যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান, হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হস্তক্ষেপমূলক তৎপরতার পরিণতি ভালো হবে না।

হংকং ও ম্যাকাও চীনের দু'টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন। কিন্তু যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরনের বাধা না দিতে চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।

চলতি বছরের এপ্রিলে তাইওয়ানের কাছে সাবমেরিন নির্মাণের প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ প্রকাশ্য হয়ে উঠার পর সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ সম্পর্কিত লাইসেন্স দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের কাছে সাবমেরিন প্রযুক্তি বিক্রির এই অনুমোদন বর্তমান দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এরই মধ্যে সবশেষ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো চীন।

তাইওয়ানের সাথে ছিন্ন করে চীনের সাথে সম্পর্ক স্থাপন ডোমিকানের

ডোমিনিকান রিপাবলিক তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সোমবার রাতে ক্যারিবীয় এ দেশের সরকার এ কথা জানিয়েছে। এদিকে বেইজিংয়ের ক্রমাগত প্রভাবে তাইপের মিত্র দেশের তালিকা ক্রমেই ছোট হচ্ছে। খবর এএফপি’র।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা পিপলস রিপাবলিকান অব চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্বাস এ সিদ্ধান্ত আমাদের দেশের ভবিষ্যতের জন্য অনেক ইতিবাচক হবে। ডোমিনিকান রিপাবলিক বিশ্বে এক চীন নীতিকে স্বীকৃতি দিচ্ছে এবং তাইওয়ান হচ্ছে চীন ভূ-খন্ডের অবিচ্ছেদ্য অংশ।’

চীনের মূল ভূখন্ড থেকে ১৯৪৯ সালের গৃহযুদ্ধে তাইওয়ান বেরিয়ে যায়। এরপর থেকে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম দেশ হিসেবে দেখলেও তারা কখনো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়নি। এদিকে চীন তাইওয়ানকে পুনরায় একত্র হওয়ার অপেক্ষায় থাকা তাদেরই ভূখন্ডের অংশ হিসেবে বিবেচনা করে থাকে।

বর্তমানে তাইওয়ানের সাথে বিশ্বের মাত্র ১৯টি দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে।
গত বছরের জুনে পানামা তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। ২০০৭ সালে কোস্টারিকা অনুরূপ সম্পর্ক স্থাপন করে।

চীনের সাথে ডোমিনিকান রিপাবলিকের সম্পর্ক স্থাপনে তাইওয়ানের গভীর উদ্বেগ প্রকাশ
তাইওয়ান মঙ্গলবার বলেছে, তাইওয়ানের অন্যতম মিত্র ডোমিনিকান রিপাবলিক তাইপের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করায় দেশটি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। খবর এএফপি’র।

ডোমিনিকান রিপাবলিকের সম্পর্ক ছিন্ন করার জবাবে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ সেদেশের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ ও কর্মকর্তাদের ডেকে পাঠানোসহ ক্যারিবীয় এ দেশের সাঙ্গে অবিলম্বে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।