ভরা আইপিএল মরশুম। এর মধ্যেই দলকে অন্ধকারে রেখে দেশে তারকা-ক্রিকেটার
প্রায় সাত মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তারকা এই ক্রিকেটার। ভারতের বিরুদ্ধেই শেষবার খেলেছিলেন তিনি।
মুম্বই সিটি এফসি। — বিসিসিআই
একসময়ে ডেথ ওভারে তিনিই রাতের ঘুম কেড়ে নিতেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের। চোট আর অফ ফর্ম এখন থাবা বসিয়েছে লাসিথ মালিঙ্গার কেরিয়ারে। নিজের পড়তি কেরিয়ার বাঁচাতে মালিঙ্গাকে এখন ফিরে যেতে হবে দ্বীপরাষ্ট্রে। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু দেশের ডাকে সাড়া দিয়ে এখন দেশে ফেরার বিমান ধরতেই হচ্ছে মালিঙ্গাকে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই ডেথ ওভার বিশেষজ্ঞ বোলারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। পরিস্থিতি এখন যা তাতে দ্রুত ভারত থেকে দেশে ফিরতে হবে মালিঙ্গাকে।
প্রায় সাত মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ভক্তদের কাছে ‘স্লিঙ্গা মালিঙ্গা’ বলে পরিচিত এই বোলার। ভারতের বিরুদ্ধেই শেষবার খেলেছিলেন তিনি। ভরা আইপিএল-এর মধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দেশে ফিরতেই হবে, নাহলে জাতীয় দলের কথা না ভাবাই ভাল।
লাসিথ মালিঙ্গা। — বিসিসিআই
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে প্রায় এক দশক খেলেছেন মালিঙ্গা। এবার আইপিএল-এর কোনও দল নেয়নি তাঁকে। মুস্তাফিজুর রহমানদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কান বোলার। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা ভাল নয়। আট দলের মধ্যে সাত নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। এই রকম এক পরিস্থিতিতে মালিঙ্গা ফিরছেন দেশে।