উজানে বৃষ্টি, উত্তর-পূর্বে আকস্মিক বন্যার শঙ্কা
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং সীমান্তের ওপারে ভারতের অনেক স্থানে ভারি বর্ষণের কারণে কিছু কিছু এলাকা আকস্মিক বন্যার কবলে পড়তে পারে।
মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় বর্ষা মৌসুমের আগেই এমন বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোয় ভারি বর্ষণ হতে পারে।
ভারতের আবহাওয়া বিভাগ সেদেশের বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে মঙ্গলবার ভারিবর্ষণের আভাস দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজলী চমকানোসহ প্রবল বজ্রমেঘের ঘনঘটা বাড়ার কারণে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (>৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপ ভারতের ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়ার পূর্বাভাস ও নদ-নদীর পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সিলেট, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কিছু স্থানে আকস্মিক বন্যা হতে পারে।