ফাইনালে ১৬ হাজার ৬২৬টি করে টিকেট পাচ্ছে রিয়াল-লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য সমান ১৬ হাজার ৬২৬টি করে টিকেট পাচ্ছে দুই দল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।
ইউক্রেনের রাজধানী কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৭০ হাজার হলেও ফাইনালে তা নামিয়ে আনা হয়েছে ৬৩ হাজারে।
ফাইনালে চার দামের টিকেট পাওয়া যাচ্ছে। সবচেয়ে দামি টিকেট ৪৫০ ইউরোর। আর সবচেয়ে কম দামের টিকেট ৭০ ইউরো।
রেকর্ড টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলার লক্ষ্যে ২৬ মে লিভারপুলের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে জিনেদিন জিদানের রিয়াল। আর ইতালিয়ান ক্লাব রোমাকে রোমাঞ্চকর শেষ চারের লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে হারায় ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
ট্যাগ :
রিয়াল মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগলিভারপুল