পাকিস্তানের পর এবার ভারতকে হারাল বাংলাদেশ
ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এসিসি
পাকিস্তানের বিপক্ষে জয়ের স্মৃতি টাটকা থাকতে থাকতেই এবার ভারতকে হারাল বাংলাদেশ। মালয়েশিয়ায় চলমান এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছেন রুমানা আহমেদ। বল হাতে ২১ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন। ফারজানা হক অপরাজিত ছিলেন ৫২ রানে।
চতুর্থ উইকেটে ফারজানা ও রুমানার অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে ভারতের দেওয়া ১৪২ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ যদিও শেষ হয়েছে শেষ ওভারে ২ বল বাকি থাকতে। কিন্তু একবারেও মনে হয়নি, ম্যাচে বাংলাদেশ হারতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েই জিতল মেয়েরা। আর এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে থাকল সুবিধাজনক স্থানে।
(বিস্তারিত আসছে)