জুভেন্টাসে কত বেতন পাবেন রোনালদো?
জুভেন্টাসে রোনালদোর বেতন হতে যাচ্ছে বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো। ছবি: রয়টার্স
ইউরোপের ক্লাবগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে বিশ্বসেরা ফুটবলারদের যেমন দলে টানে, তেমনি তাদের বেতনও হয় খুবই আকর্ষণীয়। কে কত বেতন পান, অনেক সময় এটা মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায়। তবে বিশ্বের সেরা খেলোয়াড় বেতনও পান অন্যদের চেয়ে বেশি, এটা না-ও হতে পারে। যেমনটি হলো ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে। এই মৌসুমে জুভেন্টাস এই পর্তুগিজ তারকাকে দলে ভেড়ালেও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হওয়া হয়নি এই তারকা ফুটবলারের
ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে যাওয়াকে শতাব্দীর অন্যতম সেরা দলবদল হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুধু তা-ই নয়, ইতালির ক্লাব জুভেন্টাসে রোনালদো বেতনও পাবেন আগের ক্লাবের চেয়ে বেশি। রিয়াল মাদ্রিদে বার্ষিক বেতন ২১ মিলিয়ন ইউরো পেতেন। জুভেন্টাস বিশ্বসেরা এই ফুটবলারকে বার্ষিক বেতন দেবে ৩০ মিলিয়ন ইউরো। তবে এতে করেও শীর্ষ বেতন পাওয়া খেলোয়াড় হওয়া হচ্ছে না পর্তুগালের এই তারকার। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় হলেও বেতনের দিক থেকে তাঁর অবস্থান তৃতীয়।
Pran upক্লাব ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়টি হলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো। এর পরের অবস্থানে পিএসজি তারকা নেইমার। তিনি পান বার্ষিক ৩৬ মিলিয়ন ইউরো। আর তাঁর পরের অবস্থান রোনালদোর।
এখনকার তালিকার সেরা দশে না থাকলেও ধারণা করা হচ্ছে নতুন ক্লাবে যোগ দেওয়ায় বেতনের দিক থেকে পাঁচের ভেতরে থাকতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। সেরা দশের তালিকায় ব্রাজিলের তিনজন ফুটবলার, আর্জেন্টিনা ও ফ্রান্সের দুজন ফুটবলার আছেন। সবচেয়ে কম বয়সী হিসেবে তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের বার্ষিক বেতন ১৮ মিলিয়ন ইউরো।