তারকা ক্রিকেটারকে লর্ডসে খেলানোর সিদ্ধান্তই ভুল ছিল, জানালেন শাস্ত্রী

তারকা ক্রিকেটারকে লর্ডসে খেলানোর সিদ্ধান্তই ভুল ছিল, জানালেন শাস্ত্রী 
শনিবার থেকে শুরু হচ্ছে ট্রেন্টব্রিজ। ভারত পিছিয়ে পড়েছে ২-০। টেস্টে ভারতের খারাপ অবস্থা দেখার পরে অনেকেই সমালোচনা করেছেন।

লর্ডস টেস্টে দলগঠন ভুল হয়েছিল। ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী স্বীকার করে নিয়েছেন তা। আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছিলেন লর্ডস টেস্টে দলগঠন ভুল ছিল। এবার কোচও সহমত পোষণ করলেন অধিনায়কের মতামতের সঙ্গে। 

শনিবার থেকে শুরু হচ্ছে ট্রেন্টব্রিজ। ভারত পিছিয়ে পড়েছে ২-০। টেস্টে ভারতের খারাপ অবস্থা দেখার পরে অনেকেই সমালোচনা করেছেন। ভারতীয়রা ক্রিকেটের আসল পাঠটাই ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তৃতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে শাস্ত্রী মেনে নিয়েছেন, বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবকে লর্ডস টেস্টে দলে নেওয়া ঠিক হয়নি। কারণ হিসেবে শাস্ত্রী জানান, লর্ডসে যে পরিবেশ ছিল তাতে অতিরিক্ত পেসার প্রথম একাদশে রাখাই যেত। এতে দলেরই সুবিধা হত।