দীপবীরের বিয়েতে বড় নিষেধাজ্ঞা, নিয়ম মানলে তবেই মিলবে প্রবেশের অধিকার
বিয়ের ফুল ফুটবে অচিরেই। দীপিকা রণবীরের বিয়ের ডেস্টিনেশান নিয়ে এখনও ধোঁয়াশায় ভক্তকুৃল।
বি টাউন আপাতত সরগরম এক আসন্ন মধুরেণ সমাপয়েতকে ঘিরে। শিগগির গাঁটছড়া বাঁধবেন দীপবীর জুটি। তবে বিয়ের সেলিব্রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা-রনবীর জুটি।
কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বি-টাউনের আর এক তারকা সোনম কপূর। সোনম কপূর-আনন্দ আহুজার বিয়েতে একটি ব্যক্তিগত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল। কোনও মিডিয়াকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু আত্মীয় পরিজনের মোবাইলের ক্যামেরায় তোলা ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। ফলে ব্যক্তিগত মুহূর্তগুলো আর ব্যক্তিগত থাকেনি। ছড়িয়ে পড়েছে অনেক অবাঞ্ছিত ছবি।
এখান থেকেই শিক্ষা নিয়েছেন দীপিকা-রণবীর।
একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে আমন্ত্রিত আত্মীয়দের কোনও ডিজিটাল গ্যাজেট (বিশেষত মোবাইল) ছাড়া আসার অনুরোধ জানাবেন এই হবু দম্পতি।
এ বছরই ২০ নভেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন দীপিকা-রণবীর। বিয়ের ডেস্টিনেশন ঘিরে চলছে জল্পনা।দীপিকা-রণবীরের বিয়ের ছবি হয়তো শেয়ার করবেন দীপ-বীর স্বয়ং।