সেমির আশা টিকিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করে টাইগাররা। সাউদাম্পটনের রোজ বোলে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে। ফলে আফগানিস্তানকে ২৬৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ।






জবাবে, ব্যাটিং করতে নেমে ৪৭ ওভার খেলে অলউইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে আফগানিস্তান। ফলে ৬২ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
এদিকে, প্রথম উইকেট পান সাকিব আল হাসান। আউট করেন রহমত শাহকে। পরে মোসাদ্দেকের বলে মুশফিকের স্ট্যাম্পিংয়ে আউট হন হাশমুতউল্লাহ শাহিদি। পরে সাকিবের জোড়া আঘাত। আউট করেন গুলবাদিন নাইব ও নবিকে। পরে নাজিবুল্লাহ জাদরানকে আউট করেন সাকিব। পরে আজগরকে আউট করেন সাকিব। রশিদ খানকে আউট করেন মুস্তাফিজ। ইকরামকে রান আউট করেন লিটন দাস। পরে দৌলত জাদরানকে আউট করেন মুস্তাফিজ।






শুরুতেই ব্যাটিংয়ে নেমে বিতর্কিত আউটে ১৭ বলে ১৬ রান করে আউট হন লিটন দাস। পরে ৫৩ বলে ৩৬ রান করে আউট হন তামিম। পরে হাফসেঞ্চুরি করে ৬৯ বলে ৫১ রান করে আউট হন সাকিব আল হাসান। পরে ১০ বলে ৩ রান করে আউট হন সৌম্য সরকার। ৩৮ বলে ২৭ রান করে আউট হন মাহমুুদুল্লাহ। পরে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেঞ্চুরি হল না। ৮৭ বলে ৮৩ রান করে আউট হন মুশফিকুর রহিম। ২৪ বলে ৩৫ রান করে আউট হন মোসাদ্দেক। ২ বলে ২ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন।






এর আগে মাঠের আম্পায়ার লিটনের আউট ঘোষণা করলেও পরবর্তীতে তা চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। শেষ পর্যন্ত আউট হয়েই সাজঘরে ফেরেন আজকের ম্যাচের ওপেনার লিটন কুমার দাস। আউটের এই সিদ্ধান্তটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি কিছুটা ঘাসে ছুঁয়ে ফিল্ডারের হাতে উঠেছে। অনেকক্ষণ পর থার্ড আম্পায়ার হিসেবে থাকা আলিম দার লিটনকে আউট ঘোষণা করেন। দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৩ রানে মুজিব উর রহমানের বলে হাশমতুল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।






বিশ্বকাপে এখন পর্যন্ক ৬ ম্যাচের ২ জয় আর ১ ড্র তে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্হান করছে বাংলাদেশ। সেমির আশা টিকিয়ে রাখতে হলে বাকি ৩ ম্যাচের ৩ টিতেই জিততে হবে টাইগারদের। সে লক্ষ্যে আজ আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছেননা টাইগাররা
অন্যদিকে সমান ম্যাচে কোননজয় ছাড়া পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে আফগানিস্তান। ইতোমধ্যেই বিদায় ঘন্টা বাজলেও প্রথম জয়ের জন্য মরিয়া দলটি।






দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। রুবেল হোসেন ও সাব্বির রহমানের বদলে দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন। অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে আফগান দলেও দলে এসেছে দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, সাউফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, রহমত শাহ, হাশমুতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।