সিরিয়ায় সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তুরস্কের দুটি মন্ত্রণালয় ও দেশটির সরকারের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ফোন করেছেন। তিনি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই তথ্য জানিয়েছেন।
মাইক পেন্স বলেন, তিনি যত দ্রুত সম্ভব অঞ্চলটিতে সফরে যাবেন।
সিরীয় সেনাবাহিনী দেশটির সংঘাতপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। ফলে তুর্কি বাহিনীর সঙ্গে সিরীয় বাহিনীর সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ার সীমান্ত রক্ষা ও তুর্কি হামলা প্রতিহত করতে বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের চুক্তি হয়েছে। এর অংশ হিসেবেই সীমান্তের দিকে অগ্রসর হয় বাশার আল-আসাদের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই গত বুধবার থেকে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে তুরস্ক। দেশটির দাবি, এসডিএফের সঙ্গে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির যোগসূত্র রয়েছে।
তুরস্কের দুটি মন্ত্রণালয় ও দেশটির সরকারের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ফোন করেছেন। তিনি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই তথ্য জানিয়েছেন।
মাইক পেন্স বলেন, তিনি যত দ্রুত সম্ভব অঞ্চলটিতে সফরে যাবেন।
সিরীয় সেনাবাহিনী দেশটির সংঘাতপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। ফলে তুর্কি বাহিনীর সঙ্গে সিরীয় বাহিনীর সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ার সীমান্ত রক্ষা ও তুর্কি হামলা প্রতিহত করতে বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের চুক্তি হয়েছে। এর অংশ হিসেবেই সীমান্তের দিকে অগ্রসর হয় বাশার আল-আসাদের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই গত বুধবার থেকে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে তুরস্ক। দেশটির দাবি, এসডিএফের সঙ্গে তুরস্কের কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির যোগসূত্র রয়েছে।