অঘটনের বিশ্বকাপ
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির অধীন দুর্দান্ত খেলতে থাকা লিওনেল মেসিরা যেন হারতেই ভুলে গিয়েছিলেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয় লাতিন দেশটি।
কে জানত, মেসিদের সেই দল বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হবে র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা একটি দলের কাছে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন রীতিমতো বিদায়ের চোখরাঙানিতে পড়েছেন মেসিরা। আর্জেন্টিনার পর জার্মানিও একইভাবে অঘটনের শিকার জাপানের কাছে। জার্মানিও এগিয়ে যাওয়ার পর ম্যাচটি হেরেছে ২-১ গোলে।