বেনজেমা–পগবাদের ফাইনালে দেখতে চান ফরাসি প্রেসিডেন্ট

কাতার বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেন বেনজেমা—এই আলোচনা গত কয়েক দিনে কম হয়নি। নতুন খবর হলো, বেনজেমার যদি বিশ্বকাপ ফাইনালে না–ও খেলা হয়, তবু মাঠে উপস্থিত থাকতে পারেন ব্যালন ডি’অরজয়ী এই ফরাসি তারকা।

শুধু বেনজেমা নন, মাঠে থাকতে পারেন চোটের কারণে ছিটকে যাওয়া অন্য ফুটবলাররাও। এমনটাই নাকি চান ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফরাসি সংবাদমাধ্যম ‘আরটিএল’ কে এ বিষয় জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া-কাস্তেরা।